Logo

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘শক্তি’, রেড অ্যালার্ট জারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৫, ২০:৩৬
30Shares
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘শক্তি’, রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্রে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

বিজ্ঞাপন

শনিবার (০৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

গণমাধ্যমে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবিলায় মহারাষ্ট্রে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যারমধ্যে রয়েছে মুম্বাই, রাইগাদ এবং রত্নগিরি। আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞাপন

দেশটির আবহাওয়া বিভাগ সর্বশেষ আপডেটে জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়টি গুজরাটের দরকা উপকূল থেকে ৪২০ কিলোমিটার দূরে রয়েছে এবং ১৮ কিলোমিটার গতিতে এটি পশ্চিমদিকে সরছে। আগামী ৬ অক্টোবর এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে পুনরায় বাক নিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

আবহাওয়া বিভাগ আরও জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। এ কারণে আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকায় তাণ্ডব চালাতে পারে। একই সঙ্গে মহারাষ্ট্র, পূর্ব বিধর্ব এবং উত্তর কোনকানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে সেখানকার নিম্নাঞ্চলগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হতে পারে।

আবহাওয়া বিভাগ বলেছে, আগামী সোমবার (৬ অক্টোবর) পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলেও এটির প্রভাবে সৃষ্ট বাতাস ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তাই সেখানকার মানুষকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান করা হয়েছে। সূত্র: ডিএনএ ইন্ডিয়া

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD