Logo

‘হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৫, ১৩:০২
24Shares
‘হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত’
বিক্রম মিশ্রি - শেখ হাসিনা | ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হলে সেটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেন তাদের ভোটাধিকারের মাধ্যমে পছন্দের সরকার বেছে নিতে পারেন, সেটাই ভারতের প্রত্যাশা।

রবিবার (৬ অক্টোবর) সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন বিক্রম মিশ্রি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র সচিব বলেন, “বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশ সরকার, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটি নির্ধারণ করবে। তবে ভারত বিশ্বাস করে- বাংলাদেশ নিশ্চয়ই এমনভাবে নির্বাচন আয়োজন করবে, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান বাংলাদেশ সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।”

বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের যে অনুরোধ জানানো হয়েছে, তা বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “এটি একটি আইনি ও বিচারিক প্রক্রিয়ার বিষয়। তাই এই মুহূর্তে এর বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

ভারতের পররাষ্ট্র সচিবের এই বক্তব্য বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD