Logo

যুদ্ধবিরতি আলোচনা শুরুর দিনও গাজায় হামলা, নিহত ১০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫, ১১:১৫
17Shares
যুদ্ধবিরতি আলোচনা শুরুর দিনও গাজায় হামলা, নিহত ১০
ছবি: সংগৃহীত

মিসরের পর্যটন শহর শারম এল শেখে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক চললেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা থামায়নি ইসরায়েল।

বিজ্ঞাপন

সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) গুলিতে গাজায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ছিলেন খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেন। এর পরপরই ইসরায়েল পরিকল্পনাটিকে সমর্থন জানায়, আর ৩ অক্টোবর এতে সম্মতি জানায় গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস।

বিজ্ঞাপন

উভয়পক্ষ সম্মতি জানানোর পর ৪ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী গাজায় হামলা-বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানান ট্রাম্প। নেতানিয়াহু সেই আহ্বানে সাড়া দিয়ে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজায় হামলা বন্ধ করতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু গাজার সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প হামলা-বোমাবর্ষণের নির্দেশ প্রদানের পরেও গাজায় গত তিন দিনে নিহত হয়েছেন ১০৪ জন। এদের সবাই নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে।

ইসরায়েলের সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান অবশ্য রোববার এক ব্রিফিংয়ে ইসরায়েলি বাহিনীর হামলা-হত্যার সাফাই দিয়ে বলেছেন, ট্রাম্প আহ্বান জানানোর পর থেকে গাজায় ‘রক্ষণাত্মক’ অভিযান পরিচালনা করছে ইসরায়েল।

বিজ্ঞাপন

এদিকে এক প্রতিবেদনে মিসরের দৈনিক আল কাহেরা নিউজ জানিয়েছে, গতকাল সোমবার মিসরের পর্যটন শহর শারম এল শেখ- এ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও হামাসের প্রতিনিধিদের। মিসরের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সোমবার ছিল বৈঠকের প্রথম সেশন বা পর্যায় এবং এ পর্যায়ে গাজার অবশিষ্ট ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি সংক্রান্ত প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

আজ ৭ অক্টোবর—দুই বছর আগে এই দিনে হামাসের যোদ্ধারা ভোরবেলায় ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

এর জবাবে ইসরায়েল শুরু করে গাজায় সামরিক অভিযান, যা দুই বছর পরও চলছে। আলজাজিরার হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন।

সূত্র : আলজাজিরা

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD