Logo

মহাসড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫, ১৫:১৩
14Shares
মহাসড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরের একটি ব্যস্ত মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে একটি মেডিকেল হেলিকপ্টার। এতে হেলিকপ্টারে থাকা তিনজন — পাইলট, এক ফ্লাইট নার্স ও এক প্যারামেডিক — গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে স্যাক্রামেন্টোর হাইওয়ে ৫০-এর অন্তর্গত ৫৯ নম্বর সড়কে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল পরিবহণ কোম্পানি রিচের মালিকানাধীন। দুর্ঘটনার সময় এতে ছিলেন পাইলট, এক ফ্লাইট নার্স এবং এক প্যারামেডিক; তবে কোনো রোগী ছিলেন না।

ক্যাপ্টেন সিলভিয়া বলেন, দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়েছেন। তবে হেলিকপ্টারটি সড়কে পড়লেও কোনো গাড়ি বা পথচারী ক্ষতিগ্রস্ত হয়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহতদের মধ্যে দুজনকে হেলিকপ্টার থেকে বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তৃতীয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে রিচ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে এফএএ ও এনটিএসবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আহতদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD