Logo

নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প, আতঙ্কে নরওয়ে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর, ২০২৫, ২২:৪৫
48Shares
নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প, আতঙ্কে নরওয়ে
ছবি: সংগৃহীত

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) ঘোষণা করবে নোবেল কমিটি। আর এ বছর নোবেল পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যেই বলেছেন তার নোবেল পাওয়া উচিত।

বিজ্ঞাপন

তবে ট্রাম্প যদি নোবেল না পান তাহলে তিনি কি করবেন এ নিয়ে বেশ আতঙ্কে আছে নরওয়ে। কারণ এ দেশটির নোবেল কমিটিই নোবেল বিজয়ী নির্ধারণ ও নাম ঘোষণা করে থাকে। যদিও নরওয়ের সরকারের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই।

ট্রাম্প যে কোনো কিছু করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র বলেছেন, ‘যে কোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। বাক স্বাধীনতার ওপর হামলা করছেন। মাস্ক পরা সিক্রেট সার্ভিসের সদস্যদের প্রকাশ্যে রাস্তায় নামিয়েছেন মানুষকে কিডন্যাপ করতে। আদালত ও ইনস্টিটিউটের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছেন। যখন মার্কিন প্রেসিডেন্ট এমন উগ্র ও একনায়ক, আমাদের অবশ্যই যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নোবেল কমিটি স্বাধীন একটি সংস্থা। বিজয়ী নির্ধারণে নরওয়ের সরকারের সঙ্গে তাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু আমি জানি না, ট্রাম্প এটি জানেন কি না। তার কাছ থেকে যে কোনো প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”

বিজ্ঞাপন

এদিকে নোবেল কমিটির পরিচালক ক্রিষ্টিয়ান বার্গ হার্পভিকেন বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, সোমবারই (০৬ অক্টোবর) তারা বিজয়ী নির্ধারণ করে ফেলেছেন। যা হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধের অনেক আগে হয়। ফলে এ যুদ্ধ বন্ধের বিষয়টি আমলে নেওয়া হয়নি।

তাই হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধের কারণে ট্রাম্প নোবেল পুরস্কার জিতবেন এমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন একাধিক বিশ্লেষক।

এদিকে ট্রাম্প গত কয়েকদিন ধরে বলে আসছেন, তিনি বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। এজন্য তারই নোবেল পাওয়া উচিত। পাকিস্তান, ইসরায়েল, আলজেরিয়াসহ কয়েকটি দেশ তাকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD