অস্ট্রেলিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের শেলহারবার বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গেলেও বিমানের ভেতরে থাকা তিনজনকেই জীবিত পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের ইন্সপেক্টর অ্যান্ড্রু বারবার জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানবন্দরে স্থানীয় আরএসএফ ইউনিটের একটি প্রশিক্ষণ চলছিল। তারা ঘটনাটি প্রত্যক্ষ করে দ্রুত ছুটে গেলেও আগুনের তীব্রতায় উদ্ধার সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বিমানের ধ্বংসাবশেষ তিনটি অংশে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
বিজ্ঞাপন
দক্ষিণ সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সূত্র: এবিসি নিউজ