পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৩ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় শুক্রবার একাধিক সন্ত্রাসী হামলায় ২৩ জন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে আফগান সীমান্তবর্তী খাইবার বিভাগের ১১ প্যারামিলিটারি সদস্য এবং পুলিশ ট্রেনিং স্কুলের ৭ পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া বাজাপুরে তিন বেসামরিকসহ আরও পাঁচজন নিহত হয়েছেন।
পুলিশ ট্রেনিং স্কুলে হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে স্কুলের দরজা ভেঙে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায় এবং এরপর গোলাগুলি শুরু হয়।
বিজ্ঞাপন
হামলার দায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) স্বীকার করেছে। পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ঝুঁকি নিয়েও ট্রাম্পের ওপর ভরসা হামাসের
উল্লেখ্য, গত এক সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানে ৩২ সেনা ও তিন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পাকিস্তান দাবি করছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে সমর্থন দিচ্ছে, যা তালেবান কর্তৃপক্ষ অস্বীকার করছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি