দেশে রেকর্ড দামে বিক্রি হচ্ছে রুপা

দেশে আবারও রেকর্ড গড়েছে রুপার দাম। সবশেষ মূল্য সমন্বয়ের পর দেশের বাজারে এই মূল্যবান ধাতুটি এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ ঘোষণামতে, শনিবার (১১ অক্টোবর) থেকে নতুন দামে রুপা বিক্রি হচ্ছে। এ সমন্বয়ে ভরিপ্রতি ৩২৭ টাকা বাড়ানো হয়েছে ২২ ক্যারেট রুপার দাম, যা বর্তমানে প্রতি ভরি ৪ হাজার ৯৮১ টাকা। দেশের ইতিহাসে এটি রুপার সর্বোচ্চ দর।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম নিয়ে বড় সুখবর
এছাড়া ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৬ টাকায়।
বিজ্ঞাপন
চলতি বছর এ নিয়ে ষষ্ঠবারের মতো রুপার দামে পরিবর্তন আনা হলো। এর মধ্যে পাঁচবার দাম বেড়েছে এবং একবার কমেছে। গত বছর পুরো বছরে তিন দফা সমন্বয় করা হয়েছিল রুপার দাম।