প্রেমিকাকে বিয়ে করতে বাধা, দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

ভারতের বিহারে প্রেমিকাকে বিয়ে করতে বাধা দেওয়ায় দ্বিতীয় স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহত নারীর নাম সুনিতা দেবী, আর অভিযুক্ত স্বামী বিকাশ কুমার।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) নালন্দা জেলার ওই ঘটনাটি ঘটে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দুপুরে সুনিতা ফোনে তার ভাইকে জানান— বিকাশ পেট্রোল ঢেলে তাকে ঘরে আটকে রেখেছেন। কিছুক্ষণ পরেই বিকাশ গ্যাসের চুলা জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। ফোনে পরিবারের সঙ্গে শেষবার কথা বলার সময় সুনিতা বলেন, “আমি আর বাঁচব না।” এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়।
পরে পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে পৌঁছালে দেখা যায়, বিকাশের পরিবার মরদেহ দাহের প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের দেখে সবাই পালিয়ে যায়।
বিজ্ঞাপন
সুনিতার বাবা জানান, পাঁচ বছর আগে বিকাশের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। পরে জানা যায়, বিকাশের আগেও একটি স্ত্রী রয়েছে, যার সঙ্গে বিচ্ছেদ হয়নি। দুই সন্তান জন্ম দিলেও অল্প বয়সেই তাদের মৃত্যু হয়। এরপর থেকেই বিকাশ প্রেমিকাকে বিয়ের কথা বলতেন, যা নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ হতো।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে বিকাশ ও তার পরিবারের সদস্যরা পলাতক।