Logo

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখলে নিয়েছে পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর, ২০২৫, ১২:৫১
12Shares
আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখলে নিয়েছে পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষের পর আফগান সেনাবাহিনীর ১৯টি সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে আফগান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সেনাসূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার ও চাগাইসহ সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলের পোস্টগুলো এখন পাকিস্তানের নিয়ন্ত্রণে। সংঘর্ষে বেশ কয়েকজন আফগান সেনা নিহত ও আহত হয়েছেন। তবে আহতদের কাউকে উদ্ধার না করেই অনেক কর্মকর্তা ও সদস্য পালিয়ে গেছেন বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদ ও তার সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদ ওই হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের অভিযোগ, টিটিপির সদস্যরা আফগান মাটিতে আশ্রয় ও সহায়তা পাচ্ছে।

পাল্টা প্রতিক্রিয়ায় শনিবার রাতে আফগান বাহিনীও পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল ও বারামচা অঞ্চলে গোলাবর্ষণ করে। তবে পাকিস্তান সেনাবাহিনীও আগেভাগেই প্রস্তুত ছিল বলে জানিয়েছে সূত্র। তারা জানায়, সংঘর্ষে ট্যাংক, ড্রোন ও বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, তালেবান সরকার এখনো সংঘর্ষে হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। তবে আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপ দেশটির সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা।

সূত্র: জিও নিউজ

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD