আফগান সীমান্তে পাকিস্তানের সঙ্গে তীব্র সংঘর্ষ, উত্তেজনা বাড়ছে দুই দেশে

আবারও তীব্র উত্তেজনা ছড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তজুড়ে। পাকিস্তানি সেনাদের সীমান্ত লঙ্ঘন ও গোলাবর্ষণের জবাবে তারা পাল্টা সামরিক অভিযান চালিয়েছে।
বিজ্ঞাপন
শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আফগান সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত হানার পর আমাদের বাহিনী সীমান্তের ওপারে পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে।”
বিজ্ঞাপন
আফগান গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্ট ধ্বংস হয়েছে এবং পাক বাহিনীর সদস্যরা কিছু স্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন। সংঘর্ষের মূল কেন্দ্র ছিল পাকতিয়া, খোস্ত, হেলমান্দ ও নানগারহার প্রদেশের সীমান্ত এলাকা।
তালেবান সূত্র দাবি করেছে, এসব সংঘর্ষে ডজনের বেশি পাকিস্তানি সেনা নিহত বা আহত হয়েছে। পাশাপাশি আফগান বাহিনী পাঁচটি সীমান্তচৌকি দখল করেছে এবং কিছু ভারী অস্ত্র ও সামরিক যান নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পাকিস্তান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।
বিজ্ঞাপন
ইসলামাবাদ অভিযোগ করছে, আফগান মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকেই পাকিস্তানে হামলা পরিচালনা করছে। অন্যদিকে কাবুলের দাবি, পাকিস্তান নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সংঘর্ষ দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলবে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আফগান-পাক সীমান্তের এই অস্থিরতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন চীন, ইরান ও ভারতের ভূরাজনৈতিক স্বার্থ এই অঞ্চলে গভীরভাবে জড়িয়ে আছে।