Logo

মেক্সিকোতে দুই মৌসুমি ঝড়ে মৃত্যু-নিখোঁজ বেড়ে ১২৯

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৮
25Shares
মেক্সিকোতে দুই মৌসুমি ঝড়ে মৃত্যু-নিখোঁজ বেড়ে ১২৯
ছবি: সংগৃহীত

দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের কারণে দেশটিতে মৃত ও নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে। এর মধ্যে এখন পর্যন্ত ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর নিখোঁজ রয়েছেন ৬৫ জন।

বিজ্ঞাপন

সোমবার (১৪ অক্টোবর) মেক্সিকোর প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, টানা এক সপ্তাহের ভারী বর্ষণে নদী-হ্রদ ও জলাশয়ের পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় ৫টি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। নিহত ও নিখোঁজদের সবাই এসব দুর্যোগেরই শিকার।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই প্রদেশ হলো হিদালগো ও ভেরাক্রুজ। হিদালগোতে ২৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১৮ জন। ভেরাক্রুজে মারা গেছেন ২১ জন, আর নিখোঁজ রয়েছেন ৪৩ জন। প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসে পাঁচটি প্রদেশে অন্তত ১ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন, উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদারের বিষয়ে তিনি শিগগিরই মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মেক্সিকোতে দুই মৌসুমি ঝড়ে মৃত্যু-নিখোঁজ বেড়ে ১২৯