যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯

গাজা সিটিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি উপেক্ষা করে দুটি পৃথক স্থানে গুলি চালায়, যার ফলে নয়জন ফিলিস্তিনি নিহত হন। নিহতরা নিজের বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতদের আল আহলি ও আল নাসের হাসপাতালে মৃত ঘোষণা করে।
বিজ্ঞাপন
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহতরা সেনা সদস্যদের কাছে চলে এসেছিলেন এবং সন্দেহজনক আচরণের কারণে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
এর আগে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল ১,৭০০-এর বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। জিম্মিদের মুক্তির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জন জিম্মি হন। এরপরের দুই বছর ধরে ইসরায়েলের সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।