Logo

শ্রীলঙ্কা ভ্রমণে বাংলাদেশিদের জন্য ইটিএ বাধ্যতামূলক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১৯:৫৪
2Shares
শ্রীলঙ্কা ভ্রমণে বাংলাদেশিদের জন্য ইটিএ বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সরকার বুধবার (১৫ অক্টোবর) থেকে বাংলাদেশসহ সব বিদেশি পর্যটকদের জন্য আগাম ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) বাধ্যতামূলক করেছে। এর আগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ফি প্রদানের মাধ্যমে ভিসা সুবিধা পেতেন।

বিজ্ঞাপন

ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কান হাইকমিশন এই নতুন নিয়ম কার্যকর হওয়ার তথ্য নিশ্চিত করেছে। নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশিরা দুইভাবে ইটিএ সংগ্রহ করতে পারবেন—শ্রীলঙ্কা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (eta.gov.lk/slvisa) ব্যবহার করে অথবা ঢাকার গুলশান ২–এ অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে আবেদন জমা দিয়ে।

শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য, নীল সমুদ্র ও ঐতিহাসিক শহরের আকর্ষণে প্রতি বছর বহু বাংলাদেশি পর্যটক দ্বীপ রাষ্ট্রটি ভ্রমণ করেন। শ্রীলঙ্কা পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪০ হাজার বাংলাদেশি দেশটি সফর করেছেন। চলতি বছর প্রথম ৯ মাসেই সংখ্যাটি ছাড়িয়ে ৪৫ হাজার।

বিজ্ঞাপন

নতুন ইটিএ সাধারণত ৩০ দিনের জন্য ডবল এন্ট্রি দেওয়া হয়। ভিসার ফি ধরা হয়েছে ২০ মার্কিন ডলার বা প্রায় আড়াই হাজার টাকা, তবে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ফ্রি।

ঢাকা থেকে কলম্বো সরাসরি ফ্লাইটে সময় লাগে ৩–৪ ঘণ্টা, যাত্রীদের জন্য শ্রীলঙ্কান এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ, ফিট এয়ার, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া নিয়মিত ফ্লাইট পরিচালনা করে।

বিজ্ঞাপন

বাংলাদেশি ট্যুর কনসালট্যান্ট রুকাইয়া জাহান বলেন, “বিমানবন্দরে ইটিএ নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। নতুন নিয়মের মাধ্যমে আগাম অনুমতি নেওয়া যাবে, ফলে ভ্রমণ অনেক সহজ ও ঝামেলামুক্ত হবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD