পাকিস্তান-আফগান সীমান্তে ফের মারাত্মক সংঘর্ষ

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় নতুন করে তীব্র সামরিক সংঘাত শুরু হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে তারা আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত ঘাঁটি এবং ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজ এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার কুর্রম জেলার সীমান্তে আফগান সেনা ও নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এক যৌথ হামলা চালালে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ও তীব্র পাল্টা আঘাত হানে। মাত্র এক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের শামশাদ ও নার্গসার পোস্টসহ চারটি ঘাঁটি ধ্বংস হয়। এই সংঘর্ষে টিটিপির একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। পাকিস্তানের হামলার মুখে আফগান সেনারা তাদের অবস্থান ছেড়ে পালাতে বাধ্য হয়।
পাক সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের ওপারে খোস্ট প্রদেশের শামশাদ পোস্ট ধ্বংসের পর নার্গসার পোস্টেও আঘাত হানে, যেখানে অন্তত চারটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়। এরপর সীমান্তের তুর্কমানজাই ও পোলসেন পোস্ট ধ্বংস করা হয়। পোলসেনের কাছাকাছি একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরও পাকিস্তানি সেনাদের আঘাতে ধ্বংস হয়।
বিজ্ঞাপন
পাক সেনাদের বরাতে জানা গেছে, এই চারটি পোস্টে বহু আফগান সেনা এবং টিটিপির যোদ্ধা নিহত হয়েছেন। সংঘর্ষের সময় কিছু আফগান সেনা আত্মসমর্পণসূচক সাদা পতাকা উঁচু করে পালিয়ে যায়।
উল্লেখ্য, টিটিপি নেতাদের আশ্রয় ও সহায়তার অভিযোগে পাকিস্তান গত ৯ অক্টোবর মধ্যরাতে কাবুলে বিমান হামলা চালায়। আফগান তালেবান সরকার এ ঘটনায় তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে ১১ অক্টোবর প্রতিশোধমূলক হামলা চালায়। সেই সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ২৩ জন পাকিস্তানি ও ২০০-এর বেশি আফগান সেনা নিহত হয়েছিল।