Logo

আফগান মন্ত্রীর সামনে নারীদের বসালেন ভারতের পুরুষ সাংবাদিকরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১৭:৪৮
2Shares
আফগান মন্ত্রীর সামনে নারীদের বসালেন ভারতের পুরুষ সাংবাদিকরা
ছবি: সংগৃহীত

আফগান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়া নিয়ে ভারতে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে দ্বিতীয় সম্মেলনে পুরুষ সাংবাদিকরা প্রতীকী প্রতিবাদ হিসেবে নারী সহকর্মীদের বসান মন্ত্রীর ঠিক সামনে।

বিজ্ঞাপন

ভারত সফরে এসে গত সপ্তাহে নয়াদিল্লির আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। কিন্তু সেখানে কোনো নারী সাংবাদিককে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ভারতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

সমালোচনার মুখে দূতাবাসে রোববার আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবার সেখানে নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। তবে ঘটনাটির প্রতিবাদে পুরুষ সাংবাদিকরা একটি অভিনব উদ্যোগ নেন— তারা আফগান মন্ত্রীর ঠিক সামনে সারি বেঁধে বসান নারী সহকর্মীদের।

বিজ্ঞাপন

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত নারী সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন। ভারতীয় সাংবাদিক স্মিতা শর্মা সরাসরি জিজ্ঞেস করেন, “আফগানিস্তানে নারীদের প্রতি এমন আচরণ কেন? তারা কবে স্কুলে যেতে পারবে?”

এ ঘটনায় ‘ভারত প্রেস ক্লাব’সহ বিভিন্ন সংগঠন আফগান দূতাবাসের তীব্র নিন্দা জানায়। ভারত সরকারের পক্ষ থেকেও জানানো হয়, নারী সাংবাদিকদের বাদ দেওয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

রয়টার্স প্রকাশিত এক ছবিতে দেখা গেছে— নারী সাংবাদিকরা সামনের সারিতে বসে আছেন, আর পেছনে দাঁড়িয়ে বা বসে আছেন পুরুষ সাংবাদিকরা।

বিজ্ঞাপন

দ্য হিন্দুর কূটনীতিক প্রতিবেদক সুহাসিনী হায়দার বলেন, “আমরা আশা করেছিলাম ভারত সরকার অন্তত এমন ঘটনার নিন্দা জানাবে। কারণ, যে সরকারকে ভারত স্বীকৃতিই দেয়নি, তাদের প্রতিনিধি এসে নারী সাংবাদিকদের বাদ দিয়ে সংবাদ সম্মেলন করবে— এটি ছিল সত্যিই বিস্ময়কর।”

ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার ভাষায়, “প্রথম সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়েছিল। সাংবাদিকদের সীমিত তালিকা থেকেই আমন্ত্রণ জানানো হয়। এটি ছিল সম্পূর্ণ টেকনিক্যাল বিষয়, অন্য কোনো উদ্দেশ্য নয়।”

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD