Logo

গুগল ম্যাপ অনুসরণ করেই খালে পড়লেন পর্যটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১৯:২০
5Shares
গুগল ম্যাপ অনুসরণ করেই খালে পড়লেন পর্যটক
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় পোলিশ পর্যটক ভিক্টোরিয়া গুজেন্ডা খালের পানিতে পড়ছেন। ঘটনাটি ঘটে যখন তিনি মুঠোফোনের দিকে মনোযোগী হয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন।

বিজ্ঞাপন

ভিডিওতে একটি লেখাও দেখা যায়, যা বলছে: “আপনি আছেন ভেনিসে, কিন্তু গুগল ম্যাপ বলে আগে বাড়ো।”

নেটিজেনরা এই ভিডিওকে হাস্যরস হিসেবে উপভোগ করলেও অনেকেই সতর্ক করছেন, প্রযুক্তি সবসময় নির্ভরযোগ্য নয়। একজন ব্যবহারকারী লিখেছেন, “গুগল ম্যাপ অনুসরণ করার আগে চারপাশে তাকানো জরুরি।” অন্যরা মন্তব্য করেছেন, পর্যটক সম্ভবত ছবি তুলতে গিয়ে পিছলে পড়েছেন।

বিজ্ঞাপন

ভেনিসের ভ্রমণ সংস্থাগুলো ইতিমধ্যেই সতর্ক করে আসছে যে শহরের জটিল এলাকা এবং খালের পাশে থাকা রাস্তা মানচিত্রে পুরোপুরি দেখা যায় না। ফলে পর্যটকরা হঠাৎ সমস্যায় পড়তে পারেন।

ভ্রমণ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ভেনিসে নিরাপদে চলাফেরার জন্য গুগল ম্যাপের পরিবর্তে স্থানীয় গাইড, কাগজের মানচিত্র বা শহরভিত্তিক বিশেষ নেভিগেশন অ্যাপ ব্যবহার করা উচিত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD