Logo

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১৫:৩১
7Shares
ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতে চিকিৎসার জন্য আসা কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ তথ্য বুধবার (১৫ অক্টোবর) নিশ্চিত করেছে ভারতের কেরালার দেভামাতা হাসপাতাল, বার্তাসংস্থা এপি জানিয়েছে।

বিজ্ঞাপন

ওদিঙ্গার বয়স মৃত্যুকালে ছিল ৮০ বছর। আফ্রিকার রাজনৈতিক মহলে তাকে একজন প্রভাবশালী নেতারূপে মনে করা হতো।

স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। তবে সুস্থ হয়ে নিজ দেশে ফিরতে পারলেন না। পুলিশ কর্মকর্তা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সকালে তিনি তার বোন, মেয়ে ও ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে হাঁটতে বের হন। তার সঙ্গে ছিলেন ভারতীয় ও কেনিয়ার নিরাপত্তা বাহিনী। হঠাৎ তিনি পড়ে যান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

কেরালার এরানকুলামের পুলিশ সুপার কৃষ্ণ এম বলেছেন, “উচ্চ পর্যায়ের চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল, তবে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।”

রাইলা ওদিঙ্গা ১৯৯৭ থেকে ২০২২ সালের মধ্যে পাঁচবার কেনিয়ার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে তিনি কখনো নির্বাচিত হতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যম মাতৃভূমি প্রথমে তার মৃত্যুর খবর প্রকাশ করে এবং জানায় যে তিনি কেরালার কোচি শহরে চিকিৎসা চলাকালীন মারা গেছেন।

বিজ্ঞাপন

ওদিঙ্গা কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ২০২৭ সালের নির্বাচনের আগে তার এই মৃত্যু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় শূন্যতার সৃষ্টি করবে।

সূত্র: আলজাজিরা

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD