হামাস ভুলে অন্য মরদেহ পাঠাল ইসরায়েলের কাছে

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিচ্ছে। চলতি সপ্তাহে হামাস ২০ জন জীবিত জিম্মি এবং চারজন মৃত জিম্মির মরদেহ ইসরায়েলে হস্তান্তর করে। পরে অতিরিক্ত আরও চারটি মরদেহ পাঠানো হয়।
বিজ্ঞাপন
তবে এই মরদেহগুলোর মধ্যে একটির পরিচয় ইসরায়েলি জিম্মির সঙ্গে মেলেনি। আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পরীক্ষা-নিরীক্ষার পর তিনটি মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। পরিচয় শনাক্ত হওয়া মরদেহগুলো হল স্টাফ সার্জেন্ট তামির নিমরোদি, ওরিয়াল বারুচ এবং ইতান লেভি।
ওরিয়াল বারুচ এবং ইতান লেভি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন।
বিজ্ঞাপন
তামির নিমরোদি জীবিত অবস্থায় বন্দি ছিলেন, কিন্তু পরে ইসরায়েলি সেনার অভিযানে মারা যান এবং হামাস তা লুকিয়ে রেখেছিল।
এই হস্তান্তরের মাধ্যমে মোট সাতজন মৃত জিম্মির মরদেহ ইসরায়েলে ফিরেছে। তবে এখনও ২১ জনের মরদেহ হামাসের কাছে রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ৭ থেকে ৯ জনের মরদেহ আর কখনো পাওয়া নাও যেতে পারে, কারণ যেসব হামাস কমান্ডার তাদের দাফন করেছিলেন, অনেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ইসরায়েল