বায়ুদূষণ রোধে দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ক্রমবর্ধমান বায়ুদূষণ ও ঘন ধোঁয়াশা মোকাবিলায় সরকার এবার ভিন্নধর্মী এক উদ্যোগ নিচ্ছে—কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা। ‘ক্লাউড সিডিং’ নামে পরিচিত এই প্রক্রিয়ার মাধ্যমে মেঘে বিশেষ রাসায়নিক ছিটিয়ে বৃষ্টি ঘটানো হয়, যা বাতাসে ভাসমান দূষিত ধুলিকণা কমাতে সাহায্য করে।
বিজ্ঞাপন
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়া অনুকূল থাকলে ২৯ অক্টোবর শহরে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে আইআইটি কানপুরের সহযোগিতায় দিল্লির উত্তর বুরারি এলাকায় প্রাথমিকভাবে ক্লাউড সিডিং পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
বিশেষজ্ঞদের ভাষায়, ক্লাউড সিডিং হলো আবহাওয়া নিয়ন্ত্রণের এক আধুনিক কৌশল। এতে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক ছিটানো হয়, যা মেঘের জলকণাগুলোকে ঘনীভূত করে দ্রুত বৃষ্টিতে পরিণত করে।
বিজ্ঞাপন
বিশ্বের সবচেয়ে দূষিত নগরীগুলোর একটি দিল্লি প্রায় তিন কোটি মানুষের বসবাসের শহর। প্রতি বছর শীতের সময় আশপাশের রাজ্যে খড় পোড়ানো, যানবাহনের ধোঁয়া এবং শিল্পাঞ্চলের দূষণ নির্গমন মিলিয়ে রাজধানীর আকাশ ঢেকে যায় ঘন ধোঁয়ায়। এতে বাতাসে পিএম ২.৫ কণার মাত্রা অনেক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার বহু গুণ ছাড়িয়ে যায়।
সম্প্রতি দীপাবলি উৎসবের আতশবাজি দূষণের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দূষণ কমানোর এই উদ্যোগকে দিল্লি সরকার এক পরীক্ষামূলক সমাধান হিসেবে দেখছে।








