গাজায় শান্তি ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সেখানে দ্রুতই একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) দোহায় জ্বালানি ভরার বিরতিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, গাজায় একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সময় এসেছে। প্রয়োজনে কাতারও শান্তিরক্ষী বাহিনী পাঠাতে রাজি।
বিজ্ঞাপন
তবে হামাসকে কঠোর সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, জিম্মিদের মৃতদেহ দ্রুত ফেরত দিতে হবে, না হলে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, হামাসের হাতে থাকা নিহত জিম্মিদের মরদেহ, যাদের মধ্যে দুইজন মার্কিন নাগরিকও আছেন, অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় শান্তি প্রক্রিয়ায় যুক্ত দেশগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ট্রাম্প আরও বলেন, কিছু মরদেহ ফেরত দেওয়া কঠিন হতে পারে, কিন্তু অধিকাংশই সহজে হস্তান্তরযোগ্য। তারা কোনো অজানা কারণে তা করছে না, সম্ভবত এটি নিরস্ত্রীকরণ ইস্যুর সঙ্গে সম্পর্কিত।
বিজ্ঞাপন
তিনি জানান, উভয় পক্ষের সঙ্গে ন্যায়সংগত আচরণ করা হবে, তবে তা তখনই সম্ভব যখন সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি কীভাবে বদলায়, সেটিই এখন দেখার বিষয়।








