আফগানিস্তান-পাকিস্তান আলোচনায় কোনো সমাধান হলো না

দীর্ঘকালীন শান্তি ও যুদ্ধবিরতি স্থাপনের লক্ষ্যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনায় বসা হয়নি ফলপ্রসূ। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র জানিয়েছে, আলোচনার ব্যর্থতা এই অঞ্চলে শান্তি প্রক্রিয়ার জন্য বড় ধাক্কা। দুই দেশের সীমান্তে দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করেছে।
পাকিস্তান কাবুলে হামলা চালানোর পর আফগান তালেবান সীমান্তে প্রতিহিংসামূলক আক্রমণ চালায়। এই সংঘর্ষ ছিল ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে ভয়াবহ।
বিজ্ঞাপন
গত ১৯ অক্টোবর কাতারের দোহাতে দুই দেশ অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও দ্বিতীয় দফা বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। পাকিস্তান আফগানিস্তানকে অনুরোধ করেছিল, দেশের মাটিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) কর্মকাণ্ড থামাতে। আফগান তালেবান সরকার এ বিষয়ে অসম্মতি জানিয়েছে। আফগানিস্তান জানিয়েছে, টিটিপির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে প্রায় ১,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পাকিস্তান দাবি করছে, সীমান্তের এপারে সন্ত্রাসীরা নিজেদের সংগঠিত করছে, যার পেছনে তালেবান সরকার মদদ দিচ্ছে। তবে আফগান তালেবান এ দাবি সবসময় প্রত্যাখ্যান করেছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








