Logo

এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর, ২০২৫, ১২:১৭
7Shares
এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকা পড়েছেন কয়েক শ’ দেশি-বিদেশি পর্যটক। তিন দিন ধরে লুকলা বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন করতে না পারায় এই বিপাকে পড়েছেন তারা।

বিজ্ঞাপন

নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলা এভারেস্ট অভিযানের অন্যতম প্রবেশদ্বার। এখানকার লুকলা বিমানবন্দর দিয়েই প্রতিদিন বহু পর্যটক কাঠমান্ডুতে যাতায়াত করেন। কিন্তু গত তিন দিন ধরে ঘন মেঘ, লাগাতার বৃষ্টি ও তুষারপাতের কারণে দৃশ্যমানতা এতটাই কমে গেছে যে, বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

জেলার সহকারী প্রধান প্রশাসক সুরেন্দ্র থাপা স্থানীয় গণমাধ্যমকে বলেন, “বৃহস্পতিবার থেকে লুকলায় কোনো ফ্লাইট উঠানামা করছে না। অনেক ট্রেকার ও পর্যটক বেস ক্যাম্প ঘুরে ফিরে এসেছেন, কিন্তু আবহাওয়ার কারণে তারা কাঠমান্ডুতে ফিরতে পারছেন না।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিয়মিত মৌসুমে প্রতিদিন কয়েক ডজন ফ্লাইট পরিচালিত হয়, কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ যে হোটেলগুলো পর্যটকে উপচে পড়েছে। “অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না,” যোগ করেন তিনি।

তারা এয়ারলাইন্সের লুকলা স্টেশন ম্যানেজার অমৃত মাগার জানিয়েছেন, কেবল তাদের সংস্থারই প্রায় ১,৫০০ যাত্রী সেখানে আটকা পড়েছেন।

নেপালের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টি ও তুষারপাত আরও অন্তত দু’দিন অব্যাহত থাকতে পারে। কোশি প্রদেশসহ আশপাশের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, আটকা পড়া পর্যটকদের অনেকে স্থানীয় হোটেল বা লজে আশ্রয় নিয়েছেন, কেউবা অপেক্ষা করছেন আবহাওয়া স্বাভাবিক হওয়ার। লুকলা বিমানবন্দর খোলার পরপরই ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিমান সংস্থাগুলো।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD