যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে আবারও হামলা চালাল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত দু’জনের মৃত্যুর খবর জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রবিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই সর্বশেষ আক্রমণে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমান্ত এলাকায়।
লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, এতে একজন নিহত হন।
বিজ্ঞাপন
অন্যদিকে নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলের হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে এক গাড়িতে ড্রোন হামলায় আরও একজনের মৃত্যু হয়।
এনএনএর আরও তথ্য অনুযায়ী, ইসরায়েলি ড্রোনগুলো টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ ও বিনত জবাইলের আকাশে খুব নিচু দিয়ে উড্ডয়ন করছে এবং টহল দিচ্ছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে সংঘর্ষ তীব্র আকার নিয়েছে। প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ আক্রমণে রূপ নেয়। এখন পর্যন্ত এই সংঘাতে ৪ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ।








