Logo

পবিত্র কোরআনের কসম, বিজেপির সঙ্গে কোনো আঁতাত করিনি: ওমর আবদুল্লাহ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৫, ১২:২৩
23Shares
পবিত্র কোরআনের কসম, বিজেপির সঙ্গে কোনো আঁতাত করিনি: ওমর আবদুল্লাহ
ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বিজেপির সঙ্গে জোট গঠনের অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছেন। তিনি পবিত্র কোরআনের শপথ করে বলেছেন, বিজেপির সঙ্গে কোনো সময়ই তিনি রাজনৈতিক সমঝোতায় যেতে চাননি।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওমর আবদুল্লাহ লেখেন, ‘আমি কোরআনের কসম খেয়ে বলছি— ২০২৪ সালে বা তার আগে কোনো সময়েই রাজ্যের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়ার শর্তে বিজেপির সঙ্গে জোটের কোনো আলোচনা করিনি। জীবিকার জন্য কারও মতো মিথ্যা বলার প্রয়োজন আমার নেই।’

বিজ্ঞাপন

এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলীয় নেতা সুনীল শর্মার বক্তব্যের জবাব দেন। শর্মা সম্প্রতি দাবি করেছিলেন, ২০২৪ সালে দিল্লিতে গিয়ে ওমর আবদুল্লাহ নাকি বিজেপির সঙ্গে সরকার গঠনের প্রস্তাব দেন, শর্ত ছিল রাজ্যের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

শর্মা আরও অভিযোগ করেন, ২০১৪ সালের নির্বাচন পরবর্তী সময়েও আবদুল্লাহ বিজেপির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চেষ্টা করেছিলেন। তার ভাষায়, ‘যদি ওমর সাহেব সত্যবাদী হন, তাহলে মসজিদে গিয়ে কোরআন হাতে শপথ করে বলুন— তিনি দিল্লিতে সরকার গঠনের আলোচনায় যাননি।’

বিজ্ঞাপন

অন্যদিকে ওমর আবদুল্লাহ সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার দাবি, জম্মু ও কাশ্মিরে বিজেপির রাজনীতির মোকাবিলা করার মতো শক্তি এখন কেবল ন্যাশনাল কনফারেন্সেরই রয়েছে।

বিজেপি নেতা শর্মা অবশ্য বলছেন, ন্যাশনাল কনফারেন্স জনগণের চোখে ধুলো দিতে এখন দ্বিচারিতা ও প্রতারণার আশ্রয় নিচ্ছে। তার ভাষায়, ‘ওরা পরিবর্তনের ঢেউ ঠেকাতে মরিয়া, কিন্তু জনগণ এখন তাদের ভণ্ডামি বুঝে ফেলেছে।’

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD