নাইজেরিয়ায় ২ জিহাদি গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় লেক চাদ অঞ্চলে প্রতিদ্বন্দ্বী জিহাদি গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। দেশটির গোয়েন্দা সংস্থা, মিলিশিয়া ও জিহাদি সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, রবিবার লেক চাদের কাছের ডোগন চিকু এলাকায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রদেশ (আইএসডব্লিউএপি)-এর মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মতাদর্শগত বিভেদের কারণে দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে।
বিজ্ঞাপন
নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তাকারী একটি মিলিশিয়া গোষ্ঠী সদস্য বাবাকুরা কোলা এএফপিকে বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন বোকো হারাম জঙ্গি এই সংঘর্ষে নিহত হয়েছেন।’
তবে বোকো হারামের সাবেক সদস্য বর্তমানে সহিংস পন্থা ত্যাগ করে ওই অঞ্চলের জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, সংঘর্ষে প্রায় ২০০ জন আইএসডব্লিউএপি যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের কিছু অস্ত্র জব্দ করা হয়েছে।
বোকো হারাম এই লড়াইয়ে তাদের চার সদস্যকে হারিয়েছে বলে জানিয়েছেন সাবেক ওই যোদ্ধা। নিজেকে ‘সাদিকু’ নামে পরিচয় দিতে চান তিনি। নাইজেরিয়ায় বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সংঘাত-সহিংসতার কেন্দ্রে রয়েছে বর্নো রাজ্য। এই রাজ্যের রাজধানী মাইদুগুরিতে বসবাসরত সাদিকু বলেন, দুই গোষ্ঠীর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হতে যাচ্ছে। কারণ তারা একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে।
বিজ্ঞাপন
ওই অঞ্চলে কর্মরত নাইজেরিয়ার গোয়েন্দা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, তারা সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এতে ১৫০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা এই সংঘর্ষ সম্পর্কে অবগত; যা আমাদের জন্য ভালো খবর। ২০১৬ সালে মতাদর্শগত মতভেদের জেরে বিভক্ত হওয়ার পর থেকে আইএসডব্লিউএপি ও বোকো হারাম প্রাণঘাতী লড়াইয়ে লিপ্ত রয়েছে; যার বেশিরভাগই লেক চাদ অঞ্চলে ঘটছে।
বিজ্ঞাপন
লেক চাদ অঞ্চল বর্তমানে নাইজেরিয়ার বর্নো রাজ্যের সহিংসতার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত।
সূত্র: এএফপি।








