Logo

রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৫, ১৭:২৩
12Shares
রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ছবি: সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় কাস্পিয়ান সাগরের তীরবর্তী গ্রাম আচি-সু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল কে-২২৬ লাইট ইউটিলিটি হেলিকপ্টার। নিহত ও আহতরা সবাই রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সমরাস্ত্র কারখানা কিজলায়ার ইলেকট্রোম্যাগনেটিক প্ল্যান্ট (কেইএমজেড)-এর কর্মী। এই কারখানায় রুশ যুদ্ধবিমান ও বিমানের সরঞ্জাম তৈরি হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর কোম্পানিটিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞার আওতায় আনে। উল্লেখযোগ্যভাবে, বিধ্বস্ত হেলিকপ্টারটিও কেইএমজেডেরই তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি সাগরতীরে নামার সময় এর পেছনের অংশ মাটিতে আঘাত করে। এতে লেজের অংশ ভেঙে যায় এবং ভারসাম্য হারিয়ে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিজ্ঞাপন

চালক অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন ভারসাম্য ফিরিয়ে এনে সাগরতীরে হেলিকপ্টারটিকে নামানোর। পেছন বা লেজের অংশ ভেঙে যাওয়া সত্ত্বেও কয়েক সেকেন্ড উড়েছিল হেলিকপ্টারটি। কিন্তু শেষ পর্যন্ত চালক আর সফল হতে পারেননি এবং অল্প সময়ের মধ্যেই সেটি সাগর তীরে আছড়ে পড়ে।

নিহতদের মধ্যে কেইএমজেডের কনস্ট্রাকশন অ্যান্ড ট্রান্সপোর্ট সাপোর্ট বিভাগের উপ মহাপরিচালক আচালো মাগেমেদভ আছেন। হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ার কিছুক্ষণের মধ্যে সেটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদেন প্রাথমিক ভাবে বলা হয়েছিল, নিহতরা সবাই পর্যটক। পরে কেইএমজেড নিশ্চিত করে যে নিহতরা সবাই কোম্পানির কর্মচারী ছিলেন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান চলাচল সংস্থা রোসাভিয়াতসিয়া দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে সংস্থাটি ঘটনাটিকে ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD