Logo

রিয়াদে বেলি ড্যান্সের ঢেউ! গোপনে নাচছে সৌদি নারীরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৫, ১২:৪৬
34Shares
রিয়াদে বেলি ড্যান্সের ঢেউ! গোপনে নাচছে সৌদি নারীরা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ফিটনেস স্টুডিওতে গোপনে আরবি সুরের তালে বেলি ড্যান্স শিখছেন ডজনখানেক নারী। সামাজিক বিধিনিষেধের মাঝেও নারীরা এই নৃত্যের মাধ্যমে শরীরচর্চা ও আত্মপ্রকাশের নতুন দিগন্ত উন্মোচন করছেন।

বিজ্ঞাপন

তবে এই নাচ শেখার বিষয়টি এখনও অনেকের কাছে নিষিদ্ধ ও সামাজিকভাবে অনৈতিক বলে বিবেচিত হওয়ায় অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় গোপন রাখছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সমাজের একাংশ বেলি ড্যান্সকে যৌন আবেদনময় নাচ হিসেবে দেখে। এজন্য অনেক পরিবার বা স্বামী নারীদের এই নাচ শেখার অনুমতি দেন না। অংশগ্রহণকারী নারীরা জানিয়েছেন, পরিবারের মর্যাদা রক্ষার জন্য তারা বিষয়টি গোপন রেখেছেন।

বিজ্ঞাপন

সৌদিতে সাম্প্রতিক বছরগুলোতে নারীদের স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। এখন নারীরা গাড়ি চালাতে পারেন, মাথার আবরণ ছাড়াও বাইরে যাওয়া সম্ভব। তবুও, সমাজে সাংস্কৃতিক রক্ষণশীলতা এখনও গভীরভাবে প্রোথিত।

এই নাচের ক্লাসে অংশগ্রহণকারীরা ফোন ব্যবহারে বিশেষ সতর্ক, কারণ ভিডিও বা ছবি বাইরে চলে যাওয়ার ভয়ে সবাই চিন্তিত। ক্লাস পরিচালনায় দুজন প্রশিক্ষক ‘কোচ’ হিসেবে কাজ করছেন, যারা নাচকে শরীরচর্চার অংশ হিসেবে উপস্থাপন করেন এবং বলেন, সৌদিরা আনন্দ করতে ও জীবন উপভোগ করতে চায়, তবে সবসময় ধর্ম ও শালীনতার সীমার মধ্যে থেকে।

বর্তমানে রিয়াদে নারীদের জন্য আলাদা যোগব্যায়াম, বক্সিং এবং বেলি ড্যান্স স্টুডিও গড়ে উঠছে— যা একসময় কল্পনাতীত ছিল।

বিজ্ঞাপন

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সংগীততত্ত্ব অধ্যাপক লিসা উরকেভিচ বলেন, “বেলি ড্যান্স আরব উপদ্বীপের বাইরের সংস্কৃতি থেকে আগত হওয়ায় এটি স্থানীয় নাচের তুলনায় বেশি উদ্দীপক মনে হয়। এ কারণেই অনেক পরিবার মেয়েদের এতে অংশ নিতে দেয় না।”

তবু, সৌদি সমাজে নারীদের মতের বৈচিত্র্য বাড়ছে। কোচ ওনি বলেন, আমাদের ক্লাস কেবল ফিটনেস নয়, নারীদের আত্মবিশ্বাস ও শক্তি জাগাতে সহায়তা করে। নাচ আমাদের একত্র করে, আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে।

বিজ্ঞাপন

সৌদি নারীদের গোপনে বেলি ড্যান্স শেখা কেবল একটি শখ নয়— এটি সমাজে পরিবর্তনের ইঙ্গিত, যেখানে সীমাবদ্ধতার মাঝেও নারীরা নিজের প্রকাশ ও স্বাধীনতার নতুন পথ খুঁজে নিচ্ছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD