Logo

পাকিস্তানে সর্বময় ক্ষমতা পেলেন সেনাপ্রধান আসিম মুনির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৫, ১৯:৩৫
16Shares
পাকিস্তানে সর্বময় ক্ষমতা পেলেন সেনাপ্রধান আসিম মুনির
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সামরিক কর্তৃত্ব বাড়িয়ে সেনাপ্রধানকে আরও ক্ষমতাবান করে তুলতে এবং প্রেসিডেন্টসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের আজীবন দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে একটি সংবিধান সংশোধনী বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়া এই ২৭তম সংশোধনী বিলের ফলে দেশটিতে গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। 

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, এই সংশোধনীর মাধ্যমে চিফ অব ডিফেন্স ফোর্সেস নামে একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে, যেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর ক্ষমতা একীভূত হবে। একই সঙ্গে গঠন করা হবে একটি ফেডারেল সাংবিধানিক আদালত, যা সংবিধানসংক্রান্ত মামলা পরিচালনা করবে।

বিজ্ঞাপন

নতুন এই আইনের ফলে সেনাপ্রধান আসিম মুনির এখন আনুষ্ঠানিকভাবে তিন বাহিনীর সর্বাধিনায়ক হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো—ফিল্ড মার্শাল, এয়ার মার্শাল বা অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে উন্নীত কর্মকর্তারা এখন থেকে ফৌজদারি মামলার দায় থেকে আজীবন মুক্ত থাকবেন। আগে এই দায়মুক্তি কেবল রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত ছিল।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংশোধনীর প্রশংসা করে বলেছেন, এটি প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও জাতীয় ঐক্যের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

তবে দ্রুত পাস হওয়া বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমালোচকরা। আইনজীবী ওসামা মালিক বলেছেন, এই সাংবিধানিক সংশোধনী সামরিক কর্তৃত্ব বাড়াবে এবং গণতন্ত্রের যে সামান্য অবশিষ্ট কাঠামো ছিল, তা কার্যত বিলীন হয়ে যাবে।

বিজ্ঞাপন

বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই বিলের প্রতিবাদে ভোটাভুটির আগে পার্লামেন্ট ত্যাগ করে। তাদের অভিযোগ, বিলটি নিয়ে আগে কোনো আলোচনা হয়নি। সংবিধান বিশেষজ্ঞ আসাদ রহিম খান সতর্ক করে বলেছেন, বিচার বিভাগের ওপর এমন আঘাত গত শতাব্দীতে দেখা যায়নি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD