Logo

কলকাতায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৫, ১১:৫৬
27Shares
কলকাতায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
ছবি: সংগৃহীত

কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের অদূরে বড়বাজারের এজরা স্ট্রিটে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুন লাগার পর সকাল ১০টা পর্যন্তও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ঘনবসতিপূর্ণ এলাকাটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ২১টি ইউনিট কাজ করছে। ল্যাডারের সাহায্যে দমকলকর্মীরা গুদামের ভেতর ও চারপাশে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি অনুযায়ী ইউনিট সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর ৫টা নাগাদ গুদামটিতে আগুন লাগে। গুদামটিতে প্রচুর বৈদ্যুতিক যন্ত্রপাতি, তার এবং মজুত দাহ্য পদার্থ ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায় এবং চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। বৈদ্যুতিক সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেউ কেউ শর্ট সার্কিটকেও দায়ী করছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন গুদাম ছাড়িয়ে পাশের আবাসিক ভবনেও ছড়িয়ে পড়ে। এতে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুদামের ভেতরে কেউ আটকে আছেন কি না—এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত নয় এবং আগুন নেভাতেই ব্যস্ত। অন্যদিকে, ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, খবর পেয়েও দেরিতে আসায় আগুন আরও ছড়িয়ে পড়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD