Logo

দিল্লিতে বিস্ফোরণ: ৪ চিকিৎসকের চিকিৎসা নিবন্ধন বাতিল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৫, ১৩:২৩
38Shares
দিল্লিতে বিস্ফোরণ: ৪ চিকিৎসকের চিকিৎসা নিবন্ধন বাতিল
ছবি: সংগৃহীত

দিল্লির লালকেল্লা এলাকার কাছে ভয়াবহ গাড়িবোমা হামলার ঘটনায় সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চার চিকিৎসকের চিকিৎসা–নিবন্ধন বাতিল করেছে ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। নিবন্ধন হারানো চিকিৎসকরা হলেন—মুজাফফর আহমেদ, আদিল আহমেদ রাথের, মুজাম্মিল শাকিল এবং শাহীন সাঈদ।

বিজ্ঞাপন

এনএমসির বিবৃতিতে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য–প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তারা দেশের কোথাও চিকিৎসা পেশায় চাকরি বা স্বাধীনভাবে চিকিৎসাসেবা দিতে পারবেন না। সংস্থাটি জম্মু-কাশ্মির পুলিশ ও দুই রাজ্যের মেডিকেল কাউন্সিল থেকে এসব তথ্য সংগ্রহ করেছে।

বাতিল হওয়া চিকিৎসকদের মধ্যে তিনজন কাশ্মিরের বাসিন্দা, আর শাহীন সাঈদের বাড়ি উত্তরপ্রদেশে। বিবৃতিতে এনএমসি উল্লেখ করেছে—ডাক্তারি পেশার নৈতিকতা ও জনগণের আস্থার সঙ্গে তাদের আচরণ সাংঘর্ষিক।

বিজ্ঞাপন

গত ১০ নভেম্বর লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে সংঘটিত আত্মঘাতী গাড়িবোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন গাড়ির চালকসহ ১৩ জন, আহত হন কমপক্ষে ৩০ জন। হামলার মূল সন্দেহভাজন উমর নবী—যিনি পেশায় চিকিৎসক—সেদিনই মারা যান। সিসিটিভিতে তাকে গাড়ির চালকের আসনে দেখা যায়।

হামলার দুই সপ্তাহ আগে জইশ-ই-মোহাম্মদের পোস্টার টাঙানোর অভিযোগে গ্রেপ্তার হন আদিল আহমেদ রাথের। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হরিয়ানার ফরিদাবাদ থেকে মুজাফফর আহমেদ ও মুজাম্মিল শাকিলকে এবং উত্তরপ্রদেশের শাহারানপুর থেকে শাহীন সাঈদকে আটক করে পুলিশ। এ সময় ফরিদাবাদ ও শাহারানপুর থেকে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। এর দু’দিন পরই দিল্লিতে ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD