Logo

স্বর্ণের দামে হঠাৎ বড় পতন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৫, ১৯:৫৭
226Shares
স্বর্ণের দামে হঠাৎ বড় পতন
ছবি: সংগৃহীত

মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের কঠোর মন্তব্যের প্রভাব বিশ্ববাজারে ছড়িয়ে পড়েছে, যার কারণে শুক্রবার (১৪ নভেম্বর) স্বর্ণের দাম ব্যাপকভাবে কমেছে। এ পরিস্থিতি ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনাকেও উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শুক্রবার স্পট গোল্ড প্রতি আউন্সে ১.৯ শতাংশ কমে ৪০৯২.৭২ ডলারে নেমে আসে। সেশনের শুরুতে স্বর্ণের দাম ৩ শতাংশেরও বেশি পতন দেখিয়েছে। যদিও সাপ্তাহিক হিসেবে এখনও স্বর্ণের দাম ২.৩ শতাংশ উর্ধ্বমুখী রয়েছে। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ২.৪ শতাংশ কমে ৪০৯৪.২০ ডলারে স্থির হয়েছে।

হাই রিজ ফিউচারসের মেটাল ট্রেডিং প্রধান ডেভিড মেগার জানান, ডিসেম্বরে ফেড সুদের হার কমানোর সম্ভাবনা কমেছে, তাই স্বর্ণ ও রুপার বাজারে চাপ বেড়েছে। ফেডের এই সংকেত ছড়িয়ে পড়তেই শেয়ারবাজারগুলোও বড় ধসের মুখে পড়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম সরকারি শাটডাউন বাজারে তথ্য ঘাটতি তৈরি করেছে, ফলে নীতিনির্ধারণী বৈঠকের আগে ফেড ও ট্রেডাররা কার্যত ‘অন্ধ অবস্থায়’ রয়েছে।

বিনিয়োগকারীরা আশা করেছিলেন নতুন অর্থনৈতিক তথ্য দুর্বলতা দেখাবে এবং ফেডের সুদ কমানোর সুযোগ তৈরি হবে, যা স্বর্ণের জন্য সহায়ক হত। তবে সাম্প্রতিক মন্তব্যে ফেড কর্মকর্তাদের সতর্ক অবস্থান বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সম্ভাবনা সপ্তাহের শুরুতে যেখানে ৫০ শতাংশ ছিল, তা কমে এখন ৪৬ শতাংশে নেমে এসেছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, মার্জিন কল ও লিকুইডেশনের সময় ট্রেডাররা ঝুঁকি কমাতে সব ধরনের পজিশন বন্ধ করে দেয়। এজন্য ঝুঁকিহীন সম্পদ হিসেবে বিবেচিত স্বর্ণের দামও কমছে।

এশিয়ার বড় বাজারগুলোতেও শারীরিক স্বর্ণের চাহিদা দুর্বল ছিল। একই সঙ্গে স্পট সিলভার ২.৮ শতাংশ কমে ৫০.৮৪ ডলার হয়েছে, তবে সাপ্তাহিক হিসেবে এটি এখনও ৫.২ শতাংশ ঊর্ধ্বমুখী। প্লাটিনাম ২.১ শতাংশ কমে ১৫৪৭.৩০ ডলার এবং প্যালাডিয়াম ২.৮ শতাংশ কমে ১৩৮৭.২৫ ডলারে নেমে এসেছে, যদিও দুই ধাতুই সাপ্তাহিক হিসেবে এখনো ঊর্ধ্বমুখী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

স্বর্ণের দামে হঠাৎ বড় পতন