Logo

মদিনার সড়ক দুর্ঘটনায় নিহত হাজিদের ১৮ জন একই পরিবারের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৫, ১৫:৪৩
16Shares
মদিনার সড়ক দুর্ঘটনায় নিহত হাজিদের ১৮ জন একই পরিবারের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ ৪২ ভারতীয় নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের তিন প্রজন্মের ১৮ জন রয়েছেন। তারা দেশটিতে ওমরাহ পালন করতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ আসিফ নামে একজন আত্মীয় জানান, নিহতরা ছিলেন নাসিরুদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), তিন মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮) ও শাবানা (৪০) এবং তাদের সন্তানরা। পুরো পরিবারটি একসাথে নিহত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে মক্কা-মদিনা রুটের মুহরাস এলাকায় দুর্ঘটনা ঘটে। একটি ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে দ্রুত আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। মুহরাস থেকে মদিনার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার।

বিজ্ঞাপন

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের নিহতদের নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে সহায়তা পাঠানোর প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD