লেবাননের একাধিক জায়গায় ইসরায়েলের বিমান হামলা

ইসরায়েলের আগ্রাসন যেন কোনো ভাবেই থামছে না। এবার লেবানের বিভিন্ন জায়গায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) দক্ষিণাঞ্চলের চেহোর গ্রামে বিমান থেকে বোমাবর্ষণ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
এই হামলার আধা ঘণ্টা আগে সতর্কতা দিয়েছিল ইসরায়েল। তারা বলেছিল, এসব জায়গায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
তবে আদৌ হিজবুল্লাহর অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে কি না এ নিয়ে সন্দেহ আছে।
বিজ্ঞাপন
এরআগে গত রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।
গত বছরের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা লেবাননের হামলা অব্যাহত রেখেছে। দখলদাররা দাবি করে, হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংঘটিত করার কাজ করছে। যদিও শুরু থেকেই হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বিজ্ঞাপন
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় হিজবুল্লাহ। প্রথমদিকে তারা বিক্ষিপ্ত হামলা চালায়। কিন্তু পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। যা যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে। তবে লেবাননে ইসরায়েলের হামলা এখনো অব্যাহত আছে।
সূত্র: আলজাজিরা








