পাকিস্তানী সেনাদের গুলিতে ২৩ ভারতীয় সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী দুটি বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এসব অভিযানে মোট ২৩ জন ভারত-সমর্থিত সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহতদের ‘খারেজি’ গোষ্ঠীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার এবং দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলোর পেছনে বিদেশি সহায়তা রয়েছে বলে সেনাবাহিনীর দাবি।
বিজ্ঞাপন
প্রথম অভিযানটি বাজাউর এলাকায় চালানো হয়। গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায় এবং সাজ্জাদ আবাজুর নামের এক কমান্ডারসহ ১১ জনকে হত্যা করে।
বান্নু বিভাগে আলাদা আরেকটি অভিযানে আরও ১২ জন নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি পুরোপুরি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
বিজ্ঞাপন
এর আগের দিন একই প্রদেশে আরেক দফা অভিযানে ১৫ জন নিহত হয়েছিল। ১৫-১৬ নভেম্বর ডেরা ইসমাইল খান জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা আলম মেহসুদসহ ১০ জন এবং উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায় আরও পাঁচজনকে হত্যা করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, এলাকায় এখনো কোনো ‘খারেজি’ সদস্য লুকিয়ে থাকলে তাদের ধরতে স্যানিটাইজেশন অভিযান চলমান রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী টিটিপি বা তালেবান-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীকে বোঝাতে সাধারণত ‘খারেজি’ শব্দটি ব্যবহার করে।








