Logo

আবারও চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৫, ২১:০২
11Shares
আবারও চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করার ব্যাপারে জাপান এই সপ্তাহে সবুজ সংকেত দিতে প্রস্তুত।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর দেশটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়। কিন্তু তারা পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করতে এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায়।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে কাইয়্যেদু নিউজ ও নিক্কেই বিজনেস ডেইলি জানিয়েছে, কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এই সপ্তাহে স্থানীয় গভর্নরের কাছ থেকে পুনরায় কার্যক্রম শুরু করার অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্য নিগাতা প্রদেশের গভর্নর হিদেয়ো হানাজুমি আগামী শুক্রবার সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কাশিওয়াজাকি-কারিওয়ার সাতটি চুল্লির মধ্যে কেবল একটিতে পুনরায় কার্যক্রম শুরু করা হবে।

২০১১ সালের সুনামি ও ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনার পর জাপান তার সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয় এবং জনসাধারণ জ্বালানির উৎস নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD