Logo

গাজার যুদ্ধবিরতি ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৫, ২২:৩৫
8Shares
গাজার যুদ্ধবিরতি ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনা
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া গাজার যুদ্ধবিরতি অন্তত ৪৯৭ বার লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম অফিস।

গত ১০ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়। কিন্তু শুরু থেকেই এটি ভঙ্গুর অবস্থায় ছিল।

৪৪ দিন বয়সী এ যুদ্ধবিরতি ৪৯৭ বার ভঙ্গ করে শত শত মানুষকে হত্যা করেছে দখলদাররা। যারমধ্যে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৯১ বার ভূমিকম্পের রেকর্ড

শুধুমাত্র শনিবারই ২৭ বার চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছে।

গাজার মিডিয়া অফিস বলেছে, এগুলো শুধুমাত্র মানবাধিকারই নয়, চুক্তিতে যে মানবিক প্রটোকলের কথা আছে সেটিরও লঙ্ঘন করা হয়েছে।

বিজ্ঞাপন

যুদ্ধবিরতি শুরু হওয়ার দেড় মাস হয়ে গেলেও এখনো গাজায় পুরোদমে ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকরের দিন থেকে প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ঢোকার কথা থাকলেও গড়ে ১৫০টি বা তারও কম ট্রাক ঢুকেছে।

শনিবার হামলার অজুহাত হিসেবে ইসরায়েল বলেছে, হামাসের এক যোদ্ধা তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজজাত আল-রিসেক দখলদার ইসরায়েলকে চ্যালেঞ্জ দিয়েছেন, ওই হামাস সদস্যের পরিচয় যেন তারা প্রকাশ করে। তিনি বলেছেন, ইসরায়েল গাজার মানুষকে নির্মূলের জন্য নতুন অজুহাত খুঁজতে হামলার নাটক সাজাচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ ও মধ্য এশিয়ায় ভূমিকম্প নিয়ে ‘রেড অ্যালার্ট’

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আলজাজিরা সাংবাদিক তারেক আবু আজম গাজা সিটি থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতি শুধুমাত্র কাগজেই আছে, বাস্তবে নেই। কারণ যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল যখন খুশি তখন বিমান হামলা চালাচ্ছে। সূত্র: আলজাজিরা

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

গাজার যুদ্ধবিরতি ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনা