ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৬৩১

স্মরণকালের সবচেয়ে মারাত্মক বন্যায় ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে পৌঁছেছে। দুর্গত এলাকায় এখনো উদ্ধার অভিযানে ব্যস্ত উদ্ধারকর্মীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) এএফপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সর্বশেষ এই তথ্য জানায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালাক্কা প্রণালিতে সৃষ্ট অস্বাভাবিক ঘূর্ণিঝড়ই এই বিপর্যয়ের সূত্রপাত। এতে প্রায় ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৫০০ জন।
ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাও বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এসব দেশেও বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
বিজ্ঞাপন
উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এসব এলাকায় এখনো হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।
আচেহর বাসিন্দা আরিনি আমালিয়া বিবিসিকে বলেন, পানির স্রোত ছিল ‘সুনামির মতো’। তার দাদির ভাষায়, জীবনে এমন বন্যা কখনো দেখা যায়নি— এটি ছিল “সবচেয়ে ভয়াবহ”।
বিজ্ঞাপন
বিস্তীর্ণ এলাকায় সড়ক ভেসে যাওয়ায় উদ্ধারকারীদের অনেক সময় মোটরসাইকেল কিংবা হাঁটাপথেই দুর্গতদের কাছে পৌঁছাতে হচ্ছে। অনেক এলাকায় খাদ্য সহায়তা এখনো পৌঁছেনি; বহু মানুষ দুই-তিন দিন ধরে না খেয়ে আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মধ্য তাপানুলির বাসিন্দা মায়শান্তি জানান, তাদের এলাকায় রাস্তা ভেঙে যাওয়ায় কোনো সহায়তাই পৌঁছানো যাচ্ছে না। “সব ভেসে গেছে। খাবার শেষ হয়ে আসছে। নুডলস নিয়েও এখন মানুষ লড়াই করছে। আমাদের জরুরি ভিত্তিতে চাল ও খাবার দরকার,” বলেন তিনি।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি








