Logo

ইমরান খোঁজ দেওয়ার দাবিতে পিটিআইয়ের বিক্ষোভের ডাক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ ডিসেম্বর, ২০২৫, ১০:৪২
12Shares
ইমরান খোঁজ দেওয়ার দাবিতে পিটিআইয়ের বিক্ষোভের ডাক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে—তিনি নাকি কারাগারে মারা গেছেন।

বিজ্ঞাপন

গুঞ্জন যত বাড়ছে, ততই বাড়ছে উদ্বেগ। তবে সরকার, কারা কর্তৃপক্ষ কিংবা পরিবারের কোনো সদস্যই তার অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। পরিবার থেকেও দীর্ঘদিন ধরে তাকে দেখার সুযোগ মেলেনি।

এমন পরিস্থিতিতে ইমরানের অবস্থান জানতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দেয় তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিক্ষোভ ঠেকাতে জেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে, যার ফলে সকল ধরনের সভা-সমাবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানান, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এই সময়ে, যেকোনো ধরণের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। অস্ত্র, শূল, ভারী লাঠি, গুলতি, পেট্রোল বোমা বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন কোনো সরঞ্জাম বহন করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না এবং উসকানিমূলক বক্তব্যও দেওয়া যাবে না। পুলিশ কর্তৃক আরোপিত নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা অপরাধ হিসেবে গণ্য হবে। মোটরসাইকেলে পিছনে আরোহী নেওয়া যাবে না। মাইক বা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ থাকবে।

সরকারের ভাষ্য—সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ইমরান খোঁজ দেওয়ার দাবিতে পিটিআইয়ের বিক্ষোভের ডাক