জামিনে মুক্ত অন্তঃসত্তা নারীকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে রাজি ভারত

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নাগরিক সোনালি খাতুনকে অবশেষে দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে ভারত সরকার। শুধু তাই নয়, তার আট বছর বয়সী ছেলেকেও ফিরিয়ে নেওয়া হবে বলে বুধবার ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছেন দেশটির সলিসিটার জেনারেল তুষার মেহতা।
বিজ্ঞাপন
ভারতের বিচার বিভাগ–সংক্রান্ত নির্ভরযোগ্য মাধ্যম ‘লাইভ ল’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টকে সরকারপক্ষ জানায়, সোনালি ও তার ছেলেকে দিল্লিতে নেওয়ার পরিকল্পনা থাকলেও আদালত নির্দেশ দিয়েছে—মা-ছেলেকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তাদের পারিবারিক বাসস্থানে রাখা হবে। সোনালির স্বাস্থ্য পর্যবেক্ষণের দায়িত্ব বীরভূম জেলা স্বাস্থ্য দফতরের হাতে থাকবে। তার ছেলেকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে।
এর আগে সুপ্রিম কোর্ট দুবার মৌখিকভাবে নির্দেশ দিয়েছিল—দিল্লি থেকে আটক করে বাংলাদেশে পাঠানো ছয়জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
বিজ্ঞাপন
তবে বুধবার সরকার জানায়, আপাতত শুধু সোনালি খাতুন এবং তার শিশুপুত্রকে মানবিক কারণে ফিরিয়ে নিতে রাজি হয়েছে তারা। বাকিদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপত্তি বহাল রয়েছে।
এ প্রসঙ্গে সলিসিটার জেনারেল আদালতকে বলেন, সোনালি ও তার ছেলেকে মানবিক বিবেচনায় ফেরত নেওয়া হলেও তাদের নাগরিকত্ব বিষয়ে কেন্দ্রীয় সরকারের এখনও গুরুতর আপত্তি রয়েছে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট আগে এই ছয়জনকেই ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ থেকে ফেরত আনার নির্দেশ দিয়েছিল।
বিজ্ঞাপন
দিল্লি থেকে আটক করার পর ছয়জনকে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। কয়েক মাস পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আটক করে। গত সোমবার, ১ ডিসেম্বর আদালত তাদের জামিনে মুক্তি দেয়।
সূত্র: বিবিসি বাংলা








