যুক্তরাজ্যে ব্যাপক ধরপাকড়ে বহু বাংলাদেশিসহ শতাধিক গ্রেফতার

যুক্তরাজ্যে কাজের অনুমতি না থাকা সত্ত্বেও ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত থাকার অভিযোগে বাংলাদেশি, ভারতীয় ও চীনা নাগরিকসহ মোট ১৭১ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। এদের মধ্যে প্রায় ৬০ জনকে শিগগিরই নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চল—গ্রামাঞ্চল থেকে শুরু করে ব্যস্ত শহরের রাস্তায়—ডেলিভারি কর্মীদের পরিচয়পত্র ও ভিসা স্ট্যাটাস যাচাই করে কর্মকর্তারা। যাদের বৈধ কাজের অনুমোদন ছিল না, তাদের তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৭ নভেম্বর পূর্ব লন্ডনের নিউহামের হাইস্ট্রিট এলাকায় পরিচালিত অভিযানে চারজন বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে আটক করা হয়। তদন্ত শেষে তাদের সবাইকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া ২৫ নভেম্বর নরউইচ শহরের কেন্দ্রীয় অংশে ‘অপরাধ ঝুঁকি হ্রাস’ কার্যক্রমের অংশ হিসেবে আরও তিন ভারতীয় নাগরিক ধরা পড়েন। এর মধ্যে দুইজনকে প্রত্যাবাসনের প্রক্রিয়ায় রাখা হয়েছে এবং একজনকে কঠোর নজরদারিসহ ইমিগ্রেশন জামিন দেওয়া হয়েছে।
ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের অবৈধ অভিবাসন মোকাবিলায় কঠোর নীতিমালার অংশ হিসেবে এই অভিযান চলছে বলে উল্লেখ করেছে সরকার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি না থাকা প্রায় ৫০ হাজার ব্যক্তিকে যুক্তরাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছে। একই সময়ে মানবপাচার সংশ্লিষ্ট অপরাধে গ্রেপ্তার ও সম্পদ জব্দের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তামন্ত্রী অ্যালেক্স নোরিস বলেন, এটা খুব স্পষ্ট বার্তা—ভিসা ছাড়া বা নিয়ম ভেঙে কাজ করলে গ্রেপ্তার ও প্রত্যাবাসনের মুখোমুখি হতে হবে।
ডেলিভারো, জাস্ট ইট ও উবার ইটসের মতো বড় খাবার ডেলিভারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও সরকার বৈঠক করেছে, যেন অবৈধভাবে কাজের সুযোগ তৈরি না হয়।








