মাংস নেই, পুতিনকে নৈশভোজে যা খাওয়ালো ভারত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪৮ ঘণ্টার সফরে ভারতে গেছেন। যদিও ভারতে মাংস খাওয়ার প্রচলন রয়েছে এবং দেশটি বিশ্বের বিভিন্ন দেশে মাংস রপ্তানিও করে থাকে।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তার সম্মানে আয়োজন করা হয় জমকালো নৈশভোজের। তবে এবার মেন্যুতে ছিল চমকে দেওয়ার মতো একটি বিষয়—একটিও মাংসের আইটেম পরিবেশন করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত মেন্যু তালিকা থেকে জানা যায়, পুতিনকে পরিবেশন করা সব খাবারই ছিল নিরামিষ।
বিজ্ঞাপন
তবে অতিথি আপ্যায়নে এবার ভারত বেছে নিয়েছে সম্পূর্ণ ভেজ খাবার। নানা আঞ্চলিক স্বাদ, উপমহাদেশীয় রান্না, দক্ষিণ ভারতীয় ঝাল-টক সুপ থেকে শুরু করে কাশ্মীরি গুচি মাশরুম—মেন্যুতে ছিল বৈচিত্র্যের ছোঁয়া।
মেন্যুতে যা যা ছিল
বিজ্ঞাপন
ঝোল মোমো
মুরুঙ্গলাই চারু স্যুপ (দক্ষিণ ভারতীয় রসম স্যুপ)
গুচি দুন চেতিন (আখরোট চাটনি সহযোগে মাশরুম স্টাফিং)
বিজ্ঞাপন
কালো ছোলার শিকমপুরী কাবাব
জাফরানি পনীর রোল
পালং-মেথি-মটর শাক
বিজ্ঞাপন
তন্দুরি পুরভরা আলু
আচারি বেগুন
হলুদ ডাল ভাজা (মসুর/মুগ)
বিজ্ঞাপন
বাদাম-জাফরান পোলাও
লাচ্ছা পরোটা, মগজ নান, সাতানাজ রুটি, মিসি রুটি, বিস্কুটি রুটি
বাদামের হালুয়া
বিজ্ঞাপন
কেশর-পেস্তা কুলফি
গুড়ের সন্দেশ
মুরুক্কু
বিজ্ঞাপন
ডাল ভাজা
বিভিন্ন আচার ও সালাদ
ডালিম, কমলা, গাজর-আদাসহ বিভিন্ন ফ্রেশ জুস
বিজ্ঞাপন
নানান স্বাদে সাজানো এই নিরামিষ নৈশভোজের ছবি ও তালিকা প্রকাশ হওয়ার পর বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনায় এসেছে।








