Logo

পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪
11Shares
পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: সংগৃহীত

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের সন্দেহভাজন জাহাজে হামলা চালিয়েয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে চারজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

সাগরে জাহাজ ও নৌকায় হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৮৭ জনকে হত্যা করেছে। তবে এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বরে এমন এক নৌকায় হামলা চালায় মার্কিন সেনারা। প্রথম হামলার পর দুজন বেঁচে গিয়েছিলেন। এরপর দ্বিতীয়বার হামলা চালিয়ে তাদেরও হত্যা করা হয়। এই ঘটনার ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড মাইক্রো ব্লগিং সাইট এক্সে হামলার ব্যাপারে বলেছে, “ সর্বশেষ হামলাটি ‘আন্তর্জাতিক জলসীমায় একটি নির্ধারিত সন্ত্রাসী সংস্থার পরিচালিত জাহাজকে’ লক্ষ্য করে চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে জাহাজটি অবৈধ মাদকদ্রব্য বহন করছিল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত মাদক চোরাচালানের পথ ধরে যাচ্ছিল।”

এতে আরও বলা হয়েছে, “হামলায় চার মাদক সন্ত্রাসী নিহত হয়েছে।”

বিজ্ঞাপন

সাউদার্ন কমান্ড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বহু ইঞ্চিনের একটি জাহাজ সমুদ্র দিয়ে তীব্র বেগে যাচ্ছে। ওই সময় আকাশ থেকে হামলা চালানো হয়। সূত্র: এএফপি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD