দেখা মাত্রই যে মাছ মেরে ফেলার নির্দেশ!

যুক্তরাষ্ট্রের সমুদ্রবিজ্ঞানীরা এমন এক মাছের সন্ধান পেয়েছেন, যা পানির বাইরে ডাঙায় উঠে বেঁচে থাকতে সক্ষম। এই মাছটির নাম ‘স্নেকহেড ফিশ’, দেখতে সাপের মতো হওয়ায় এ নামকরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভারহুড লেকে প্রথম এই মাছ ধরা পড়েছিল। এর উৎপত্তি পূর্ব এশিয়ায় বলে ধারণা করা হয়েছিল। সম্প্রতি জর্জিয়াতে আবারও এই মাছ পাওয়ায় বিজ্ঞানীরা বিস্মিত।
মেরিল্যান্ড প্রকৃতি সংরক্ষণ বিভাগের গবেষকরা জানিয়েছেন, এই মাছের শ্বাসতন্ত্র এমনভাবে গঠিত যে এটি পানির বাইরে, বাতাস থেকে শ্বাস নিতে পারে। ফলে পানি ছেড়ে ডাঙায় উঠলেও বাঁচতে পারে, যদিও হঠাৎ পরিবেশ পরিবর্তনে কিছু সময়ের জন্য নিস্তেজ হয়ে যায়।
বিজ্ঞাপন
‘স্নেকহেড ফিশ’ ছোট মাছ, জলাশয়ের অন্যান্য প্রাণী, এমনকি ছোট ইঁদুর পর্যন্ত খেতে পারে। এর আকার প্রায় তিন ফুট লম্বা এবং ওজন ১৮ পাউন্ড পর্যন্ত হতে পারে। ধারালো দাঁতের কারণে শিকারে এটি খুবই দক্ষ।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই মাছটি পরিবেশের জন্য বিপজ্জনক হওয়ায় এটি দেখতে পেলেই মেরে ফেলার পরামর্শ দেয়া হয়েছে, যাতে স্থানীয় জলজ পরিবেশের ক্ষতি রোধ করা যায়।








