পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে চারজন নিহত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের বোলদাক এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ ও কামান হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল প্রশাসন।
বিজ্ঞাপন
বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুই দেশের সীমান্ত আবারও গোলাগুলিতে কেঁপে ওঠে। প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।
গত অক্টোবরে ভয়াবহ সংঘর্ষে দুই শতাধিক মানুষের মৃত্যুর পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল। কিন্তু দুই দিন আগে সৌদি আরবে হওয়া শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না পাওয়ার পর আবারও উত্তপ্ত হলো পাক–আফগান সীমান্ত।
বিজ্ঞাপন
বোলদাকের গভর্নর নিহত চারজনের তথ্য নিশ্চিত করেছেন। তবে কে প্রথম গুলি চালিয়েছে—তা নিয়ে দুই পক্ষই একে-অপরকে দোষারোপ করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি অভিযোগ করেছেন, চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথম গুলি করেছে আফগান বাহিনী। অপরদিকে কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল এএফপিকে জানান, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান দিয়ে হামলা চালিয়েছে, যার গোলা পড়ে বেসামরিক বাড়িঘরে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশই সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে।
সূত্র: এএফপি








