মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় শনিবার (৬ ডিসেম্বর) তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২টায়। এর জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি; অনেকে মাথায় করে ইট নিয়ে আসছেন।
বিজ্ঞাপন
প্রশাসন এবং রাজ্য পুলিশ অনুষ্ঠানের আগে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বেলডাঙা থানা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
সিআইএসএফের ১৯টি কোম্পানি এবং ৩৫০০ জনের র্যাফ দলও রেজিনগর ও আশেপাশে স্থাপন করা হয়েছে। বিএসএফের দুটি কোম্পানি ১২ নম্বর জাতীয় সড়কের সুরক্ষা নিশ্চিত করছে।
আরও পড়ুন: দেখা মাত্রই যে মাছ মেরে ফেলার নির্দেশ!
বিজ্ঞাপন
হুমায়ুন কবীর জানিয়েছেন, অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, কোনো রাজনৈতিক বক্তব্য, দলীয় পতাকা বা বক্তৃতা থাকবে না। অনুষ্ঠানে ২ হাজার স্বেচ্ছাসেবক উপস্থিত থাকবেন এবং মসজিদ নির্মাণে তিন বছর সময় লাগবে, অর্থ জোগাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
১৯৯২ সালের আজকের দিনেই অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। হুমায়ুনের এই অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এটিকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।
বিজ্ঞাপন
রাজ্যপাল সিভি আনন্দ বসু জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং উসকানিমূলক বক্তব্য ও গুজবে কান না দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজভবনে ‘অ্যাক্সেস পয়েন্ট সেল’ স্থাপন করা হয়েছে, যা অশান্তি হলে নজর রাখবে।
সূত্র: ভারতীয় সংবাদ মাধ্যম ও এএনআই








