Logo

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪
19Shares
ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭ ডিসেম্বর) ভোরে বিষয়টি নিশ্চিত করেন।

Press Trust of India-এর বরাতে জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে আরপোরা এলাকায় একটি ক্লাবে আগুন লাগে। এতে বেশ কয়েকজন পর্যটকও নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে প্রমোদ সাওয়ান্ত লেখেন, আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশের বরাতে পিটিআই জানায়, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এছাড়া ANI জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।

গোয়া পুলিশের মহাপরিচালক আলোক কুমার জানান, নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তথ্যসূত্র: NDTV

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD