যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ক্রীড়া তারকাসহ ৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ছোট ব্যবসায়িক বিমান দুর্ঘটনায় জনপ্রিয় মোটরগাড়ি রেসার গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিফেলের পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে যাত্রা শুরু করে একটি সেসনা ৫৫০ মডেলের বিজনেস জেট। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল এবং তিনিই এর মালিক।
উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটের দিকে স্টেটসভিল শহরের বিমানবন্দরের রানওয়েতে সেটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোলের কর্মকর্তারা জানান, তীব্র আগুনের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধ্বংসস্তূপ থেকে সাতজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গ্রেগ বিফেল বয়সে ৫৫ বছর এবং তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত মোটরগাড়ি রেসার ছিলেন। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১৯টি শিরোপা জিতেছেন। ২০২২ সালে পেশাদার রেসিং থেকে অবসর নেন তিনি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের গাড়ি রেসিংয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রকাশিত সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকাতেও গ্রেগ বিফেলের নাম রয়েছে।
দুর্ঘটনার পর স্টেটসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
সূত্র: রয়টার্স








