Logo

নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৫
8Shares
নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন
ছবি: সংগৃহীত

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা পশ্চিমবঙ্গের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) তিনি জানান, দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন পার্টি’।

দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণ সংক্রান্ত বক্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাসপেন্ড করে। ওই সিদ্ধান্তে নিজেকে অপমানিত মনে করে সাসপেনশনের দিনই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন হুমায়ুন কবির। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার আনুষ্ঠানিকভাবে দলের নাম, পতাকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে হুমায়ুন জানান, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ১৩৫টিতে প্রার্থী দেবে জনতা উন্নয়ন পার্টি। তিনি নিজে রেজিনগর ও বেলডাঙা—এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

সোমবার বেলা ১১টার দিকে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে আয়োজিত জনসভায় দলের কার্যক্রমের সূচনা হয়। সেখানে হলুদ, সবুজ ও সাদা রঙের সমন্বয়ে তৈরি দলের পতাকা উন্মোচন করা হয়। একই সঙ্গে ইশতেহার প্রকাশ ও প্রার্থীদের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির।

তবে দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। হুমায়ুন জানান, ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে ‘টেবিল’ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন, সেটিই তাদের প্রথম পছন্দ। নির্বাচন কমিশনের অনুমোদন না মিললে বিকল্প হিসেবে ‘জোড়া গোলাপ’ অথবা দলের তিন রঙের পতাকাকে প্রতীক করার ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে বাম ও কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়ার প্রস্তাবও দিয়েছেন হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখনো বিরোধী দলগুলোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছিলেন হুমায়ুন কবির। সে সময় তিনি বিজেপিতে যোগ দিলেও পরে আবার তৃণমূলে ফিরে আসেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফের পীরজাদা নওসাদ সিদ্দিকির নেতৃত্বে গঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) যেভাবে সংখ্যালঘু ভোটব্যাংকে প্রভাব ফেলেছিল, সেই অভিজ্ঞতার আলোকে ২০২৬ সালের আগেই জনতা উন্নয়ন পার্টি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD