Logo

বাংলাদেশ–ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ২০:৩২
40Shares
বাংলাদেশ–ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় গুলির ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ঘটনা ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায়। আহত জওয়ান বিপিন কুমার (৩৫) ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন।

ঘটনার পর তাকে দ্রুত ধর্মনগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জি জানিয়েছেন, জওয়ানের শরীরে দুটি আগ্নেয়াস্ত্রের আঘাত ধরা পড়েছে। তার অবস্থা এখনও সংকটজনক, তবে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্থিতিশীল হয়েছে।

ঘটনার সঠিক কারণ ও গুলির উৎস নির্ধারণের জন্য বিএসএফের স্থানীয় ও কেন্দ্রীয় দপ্তর তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD